বিশ্বের অন্যতম অরন্য,সুন্দরবনের অতি নিকটে ভাগবাহ গ্রাম।ঐতিহ্যবাহী খুলনা জেলার দক্ষিনে কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এই আদর্শ গ্রাম টি অবস্হিত।ভাগবাহর দক্ষিনে
খুলনার অন্যতম কপোতাক্ষ নদ প্রবাহিত হয়েছে। এই নদ ভয়ংকর "কপোতাক্ষ" নদ হিসাবে পরিচিত । প্রায় সময় এই নদের প্রভাবে ভাগবা সহ অনান্য এলাকা তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দেয়।এ জন্য কপোতাক্ষ নদকে কয়রা এলাকার দুঃখ বলা হয়ে থাকে। উত্তরে সুবিশাল বাইনবাড়িয়া,পুর্বে রয়েছে হোগলাখালী এবং পশ্চিমে হড্ডা॥
এই আদর্শ গ্রামের পানি সরবরাহরের জন্য কোল ঘেষে রয়েছে "শালুকখালী" নামের একটি খাল।
ভাগবাহর আয়তন প্রায় ১.৭৭ বর্গ কিঃমিঃ এবং দৈর্ঘ্য প্রায় ২.৫ কিঃমিঃ ।জনসংখ্যা প্রায় ২৯৪৭ জন । শিক্ষার হার বর্তমানে প্রায় ৮৮%॥প্রায় ৯০% লোক জঙ্গলে মাছ আহরনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।বিভিন্ন ধর্ম ও পেশা সংস্কৃতির মানুষ এক সাথে বসবাস করে। এই গ্রামে অনেক কৃতি সন্তানেরা জন্ম গ্রহন করেছে,যারা এই গ্রামের উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করেছে।
গ্রামের রাস্তা সম্পুর্ন পাকা।
এখানে রয়েছে ৮-১০ টি দোকান যা প্রায় বাজারের চাহিদা মিটিয়ে থাকে।
শিক্ষাক্ষেত্রে ভাগবাহর রয়েছে আফুরন্ত সুযোগ।
এই গ্রামে রয়েছে ৫টি মসজিদ,১টি হাই স্কুল,৩টি প্রাইমারী,১টি আশ্রয় কেন্দ্র এবং ১০টি পাঠশালা।